কচুয়া ও ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে বড় ধরেনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি

 আগামী ২৮ ফেব্রæয়ারি চাঁদপুরের মতলব ও শাহরাস্তি পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে প্রতিদ্ব›দ্বী প্রার্থীগণের সাথে আচরণ বিধি এবং আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২০ ফেব্রæয়ারি শনিবার চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিস এ সভার আয়োজন করে। সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ।

কচুয়া ও ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে বড় ধরেনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি


তিনি নির্বাচন প্রসঙ্গে বক্তব্যে বলেন, যখন কোনো বড় আয়োজন থাকে, তখন আশার সাথে আশঙ্কাও থাকে। আশঙ্কাগুলো দুরীভুত করার জন্যই আমরা কাজ করি। ইতোমধ্যে কচুয়া ও ফরিদগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশের অন্য জেলার মতো চাঁদপুরে এ দু’টি পৌরসভার নির্বাচনে বড় ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কারণ এখানে আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে আন্তরিক হয়ে কাজ করেছে।

তিনি সকলকে আশ^স্থ করে বলেন, সরকারি দলের পক্ষ থেকে আমাদের উপর কোনো চাপ নেই, বরং বলা হয়েছে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার জন্য এবং আইনশৃঙ্খলা যাতে করে স্বাভাবিক থাকে, সে চেষ্টাই আমাদের থাকবে। নির্বাচন সুষ্ঠুভাবে গ্রহণের জন্য আমাদের পরিকল্পনা আছে। সেই লক্ষে আমরা কাজ করছি।

জেলা প্রশাসক বলেন, নির্বাচনে কেউ চাপ বা বাঁধা প্রয়োগ করলে আপনারা আমাদেরকে জানাবেন। প্রতিটি কেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘেœ ভোট দিতে পারে, তা নিশ্চিতকরণে কাজ করবে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন, নির্বাচনে কোনো কেন্দ্র ঝুঁকিপূর্ণ মনে হলে অতিরিক্ত ফোর্স দিয়ে সেটাকে নিরাপদ ও নির্বাচনী পরিবেশ সৃষ্টি করবো। প্রতিটি কেন্দ্রে ভোটারগণ ভোট প্রয়োগ করে নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারেন, সেই নিরাপত্তা ব্যবস্থায় পুলিশ সচেষ্ট থাকবে। তিনি বলেন, নির্বাচনে আপনারা নিরপেক্ষভাবে এবং যথাযোগ্যভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) দাউদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এনএসআই উপ-পরিচালক শাহ আরমান আহমদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং অফিসার শিরীন আক্তার, মতলব দক্ষিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক প্রমুখ।

স্থানীয় সরকার পৌরসভা নির্বাচন (আচরণ বিধিমালা) ২০১৫-এর ডুকুমেন্টারী পরিবেশন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল মোর্শেদ। সভায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীগণ উপস্থিত ছিলেন। সভায় উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখেন শাহরাস্তি পৌরসভার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হাজী আবদুল লফিত ও মতলব পৌরসভার মেয়র প্রার্থী আওলাদ হোসেন লিটনসহ অন্যান্য কাউন্সিলর প্রার্থীগণ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন চাঁদপুর সদর উপজেলা জামে মসজিদের ইমাম মুফতি কেফায়েত উল্লাহ ও গীতা পাঠ করেন জেলা প্রশাসক কার্যালয়ের উচ্চমান সহকারী বিমল চন্দ্র দে।


Hi, I'm Mohammed Gulam Rabbi from Bangladesh.My vision is to bring positive changes in the society through my creative ideas and design thinking.
NextGen Digital... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...