চাঁদপুরে আপন ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন

 চাঁদপুর সদর উপজেলার মমিনপুর মিয়াজী বাড়িতে অন্তঃসত্ত¡া আপন ভাবীকে ছুরিকাঘাতে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন সাজা দিয়েছে চাঁদপুরের জেলা ও দায়রা জজ এস.এম জিয়াউর রহমান। গতকাল ১৪ ফেব্রæয়ারি রোববার বিকেল সাড়ে ৪টায় এ রায় প্রদান করেন।

চাঁদপুরে আপন ভাবীকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন


ঘটনা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর সকালে মমিনপুর মিয়াজী বাড়িতে পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাÐের ঘটনা ঘটে। ফরিদগঞ্জ উপজেলার কোয়া গ্রামের পাটওয়ারী বাড়ির তাজল ইসলাম পাটওয়ারীর কন্যা শারমিন আক্তার (২১)-কে মমিনপুর মিজি বাড়ির নূরজাহান বেগমের ছেলে ইউসুফ মিজির সাথে ইসলামী শরীয়ত মতে বিয়ে দেয়া হয়। বিয়ের পর শারমিনের স্বামী ইউসুফ মিজি প্রবাসে চলে যায়। ইউসুফের ছোট ভাই ইয়াছিন মিজি তাকে বিদেশ নেয়ার জন্য ভাইয়ের সাথে যোগাযোগ রক্ষা করে। এ সময় সৌদিআরবের ভিসা বন্ধ হয়ে গেলে ইউসুফ মিজি তার ছোট ভাই ইয়াছিন মিজিকে বিদেশে নিতে পারেনি। ইয়াছিন ভেবেছে ইউসুফের স্ত্রী শারমিন আক্তার তার স্বামীকে বারণ করেছিলো দেবর ইয়াছিনকে বিদেশ না নেয়ার জন্য। এ নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। ঝগড়া-বিবাদের এক পর্যায়ে ইয়াছিন মিজি উত্তেজিত হয়ে বড় ভাইয়ের স্ত্রী শারমিন আক্তারকে ঘটনার দিন রাত সাড়ে ৯টায় উপর্যপুরি ছুরিকাঘাত করলে শারমিন রক্তাক্ত জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে ইয়াছিন মিজিকে আটক করে। ততক্ষণে শারমিন আক্তার মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনার দিনই নিহত শারমিনের পিতা তাজুল ইসলাম পাটওয়ারী বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করে। মামলা নং-৯, তারিখ : ০৬/০৯/২০১৭ খ্রিঃ।

মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার সাবেক উপ-পরিদর্শক মফিজুল ইসলাম তদন্ত শেষে আটক আসামী ইয়াছিন মিজির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ সাড়ে ৪ বছর মামলাটি বিচারাধীন থাকার পর ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

গতকাল ১৪ ফেব্রæয়ারি চাঁদপুরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ এস.এম জিয়াউর রহমান আটক আসামী ইয়াছিন মিজির উপস্থিতিতে যাবজ্জীবন কারাদÐ ও নগদ ১০ হাজার টাকা অর্থদÐ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি অ্যাড. মুক্তার হোসেন অভি ও আসামী পক্ষে অ্যাড. মোঃ মাসুদ ভূইয়া।


Hi, I'm Mohammed Gulam Rabbi from Bangladesh.My vision is to bring positive changes in the society through my creative ideas and design thinking.
NextGen Digital... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...