কচুয়া পৌর নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মেয়র হলেন নাজমুল আলম স্বপন

 কচুয়া পৌর নির্বাচনে ছোট-খাটো  বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

কচুয়া পৌর নির্বাচনে দ্বিতীয় মেয়াদে মেয়র হলেন নাজমুল আলম স্বপন


গতকাল ১৪ ফেব্রæয়ারি রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ৯টি কেন্দ্রে ভোটাররা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করেন। নির্বাচনে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ণ দাস শুভ, উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবু বকর সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

কচুয়া পৌরসভার মোট ১৯ হাজার ৯৯ জন। এদের মধ্যে ১১ হাজার ৯শ’ ১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তন্মেধ্যে ৮ ভোট বাতিল হয়। শতকরা ভোটের হার ৬২.৪০%। তবে এ নির্বাচনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল  লক্ষ্যনীয়। 

নির্বাচনে মেয়র পদে মোট ৩ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন ও সাধারন কাউন্সিলর পদে ৪৩ জন প্রার্থী তুমুল প্রতিদ্ব›িদ্বতা করেন। মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী মো: নাজমুল আলম স্বপন  ১০ হাজার ২শ’ ১৫ ভোট পেয়ে ২য় বারের মতো বে-সরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী স্বতন্ত্র প্রার্থী আহসান হাবীব প্রাঞ্জল ৯শ’ ৯৫ ভোট ও ধানের শীষ প্রতীকে হুমায়ুন কবির ৬শ’ ৪৭ ভোট পেয়েছেন।

এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে যারা বিজয়ী হলেন : ১,২ ও ৩নং ওয়ার্ডে জোহরা আক্তার (জবা ফুল), প্রাপ্ত ভোট ২৬শ’ ৭৬ নির্বাচিত। ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে পারুল আক্তার (চশমা) ২৬শ’ ৬৪ ভোট পেয়ে নির্বাচিত এবং ৭, ৮ ও৯ নং- রোকেয়া বেগম (আনারস) ১৪শ’ ৬০ ভোট পেয়ে নির্বাচিত।

৯টি ওয়ার্ডে নব নির্বাচিত সাধারন কাউন্সিলররা হলেন : ১নং ওয়ার্ডে নজরুল ইসলাম পেয়েছেন ৭শ’ ২৭ ভোট (উট পাখি ), ২নং ওয়ার্ডে তাজুল ইসলাম রাজু পেয়েছেন ৪শ’ ৮৬ ভোট (পাঞ্জাবী), ৩নং ওয়ার্ডে মাহারুন আল মিলি পেয়েছেন ৪শ’ ৫১ ভোট (পানির বোতল), ৪নং ওয়ার্ডে মো: জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩শ’ ৭১ ভোট (ডালিম), ৫নং ওয়ার্ডে আমিনুল হক মিয়াজী পেয়েছেন ৫শ’ ১ ভোট (পাঞ্জাবী), ৬নং ওয়ার্ডে মো: আব্দুল মান্নান পেয়েছেন ৫শ’ ৪০ ভোট (উট পাখি), ৭নং ওয়ার্ডে মো: কামাল হোসেন অন্তুর পেয়েছেন ৬শ’ ৭ ভোট (উট পাখি), ৮নং ওয়ার্ডে মো: মাসুদ আলম পেয়েছেন ৭শ’ ২০ ভোট (পাঞ্জাবী) ও ৯নং ওয়ার্ডে আবুল খায়ের রুমি পেয়েছেন ২শ’ ৪৭ ভোট (উট পাখি)।

এদিকে কচুয়া পৌরসভায় ২য় বারের মতো মেয়র হলেন নাজমুল আলম স্বপন। ৮নং ওয়ার্ডে তাঁর বড় ভাই মাসুদ আলম কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলমের বড় ভাবী মাহারুন আল মিলি ৩নং ওয়ার্ডে প্রথম বারের মতো সাধারন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

 


Hi, I'm Mohammed Gulam Rabbi from Bangladesh.My vision is to bring positive changes in the society through my creative ideas and design thinking.
NextGen Digital... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...