সেতু নির্মাণের দাবিতে এলাকাবাসীর গণসমাবেশ

 মতলব উত্তরের সাথে ঢাকার সরাসরি সড়ক যোগাযোগের লক্ষে কালীপুরে ধনাগোদা নদীর উপর সেতু নির্মাণে দীর্ঘ দিনের দাবি সর্বস্তরের জনসাধারণের। এ দাবির প্রেক্ষিতে গতকাল ১১ ফেব্রæয়ারি বৃহস্পতিবার সকালে কালীপুরে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

সেতু নির্মাণের দাবিতে এলাকাবাসীর গণসমাবেশ


প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল এমপি বলেন, গজারিয়া ও মতলব সীমান্তবর্তী দু’ উপজেলার মানুষের দীর্ঘ দিনের প্রাণের দাবি ধনাগোদা নদীর ওপর একটি সেতু নির্মাণ করা। এখন মতলবের ধনাগোদা নদীর উপর সেতু বাস্তবায়ন এখন সময়ের দাবি। চাঁদপুর, নোয়াখালী, ল²ীপুরের সংসদ সদস্যরা ধনাগোদা নদীর উপর সংযোগ সেতু তৈরির একাত্মতা প্রকাশ করেছেন। সেতুটি নির্মাণ হলে মতলবে পর্যটন শিল্পের ব্যাপক বিকাশ ঘটবে।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাড. রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এএনএম এনায়েত উল্লাহ, প্রকল্প পরিচালক (সেতু নির্মাণ প্রকল্প এলজিইডি) মোঃ এবায়েদ আলী, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুস হোসেন বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশিস দাস।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা আক্তার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, শহিদুল্লা প্রধান, সিরাজুল ইসলাম লস্কর, যুগ্ম-সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য রাধ্যেশ্যাম সাহা চান্দু বাবু, সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মুন্সি, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান সরকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, চাঁদপুর জেলা যুবলীগের সদস্য সাখাওয়াত গাজী, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মোঃ জহির, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, উপজেলা ছাত্রলীগের সাবেক আহŸায়ক অ্যাড. মহসিন মিয়া মানিক’সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সহস্রাধিক জনতা।

উপস্থিত সকলে কালীপুর হয়ে ধনাগোদা নদীর উপর ঢাকার সাথে সরাসরি সড়ক যোগাযোগের জন্য সেতু নির্মাণের দাবিতে একাত্মতা প্রকাশ করেন। সেতুটি নির্মাণ হলে মতলব তথা চাঁদপুরের সকল উপজেলাবাসী ও পার্শ্ববর্তী জেলা ল²ীপুর ও নোয়াখালীসহ কয়েকটি জেলার সাথে ঢাকার সংযোগ হাতের নাগাল হবে। ব্যবসা বাণিজ্য ও শিল্পাঞ্চলে পরিণত হবে এসব এলাকাগুলো।


Hi, I'm Mohammed Gulam Rabbi from Bangladesh.My vision is to bring positive changes in the society through my creative ideas and design thinking.
NextGen Digital... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...