চাঁদপুর জেলা জুয়েলার্স সমিতির নির্বাচন সম্পন্ন

 বাংলাদেশ জুয়েলার্স সমিতি চাঁদপুর জেলা শাখার ২০২১-২০২৩ সালের কার্যকরী কমিটির নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। 

চাঁদপুর জেলা জুয়েলার্স সমিতির নির্বাচন সম্পন্ন


গতকাল ১১ ফেব্রæয়ারি দুপুর ১ টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ জুয়েলার্স সমিতি চাঁদপুর জেলা শাখার ২০২১-২০২৩ সালের কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। নির্বাচনী তফসিল ঘোষনা অনুযায়ী ১১ ফেব্রæয়ারি গোপন ব্যালটের মাধ্যমে  নির্বাচন হওয়ার কথা থাকলেও কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্ব›িদ্বতায় সকল প্রার্থীগণ নির্বাচিত হন। নব নির্বাচিত সভাপতি পদে রোটাঃ মোঃ মোস্তফা ফুল মিঞা ও সাধারণ সম্পাদক পদে মানিক পোদ্দার আগামী ২ বছরের জন্য নির্বাচিত হন। নির্বাচন পরিচালনাকারী আহবায়ক কমিটির আহবায়ক দীলিপ দাসের পরিচালনায় কার্যকরী কমিটি ঘোষনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন, পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্যাণেল মেয়র অ্যাড. হেলাল হোসাইন,চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক তমাল কুমার ঘোষ,হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের জেলা সভাপতি অ্যাড. ডবনয় ভুষন মজুমদার, দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এম আর  ইসলাম বাবুসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ ও চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নব নির্বাচিত কমিটির সভাপতি পদে রোটাঃ মোঃ মোস্তফা ফুল মিঞা ও সাধারণ সম্পাদক মানিক পোদ্দার বলেন আগামী ২ বছর বিগত বছরগুলোর মতো শান্তিপূর্ন ও সুন্দও ভাবে সমিতির কার্যক্রম পরিচালণাসহ সকল সদস্যদের সুখ দুখের বিষয়ে খোঁজ খবর নিবেন। কমিটির অন্যান্য পদে নির্বাচিতগন হচ্ছেন সহ-সভাপতি মানিক মজুমদার, জয়রাম রায়, অজিত সরকার, সহ-সাধারণ সম্পাদক নজির আহমেদ, সাংগঠনিক সম্পাদক রঞ্জন ঘোষ, দপ্তর সম্পাদক মোঃ নাহিদ চৌধুরী,  কোষাধ্যক্ষ বাবুল কর্মকার।     

Hi, I'm Mohammed Gulam Rabbi from Bangladesh.My vision is to bring positive changes in the society through my creative ideas and design thinking.
NextGen Digital... Welcome to WhatsApp chat
Howdy! How can we help you today?
Type here...