জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা
চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে চাঁদপুরের পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি, ঢাকা রেঞ্জ) মো. মাহবুবুর রহমান পিপিএম (বার)-কে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল ৯ ফেব্রæয়ারি মঙ্গলবার চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এ সময় অনুভুতি ব্যক্ত করেন সংবর্ধিত অতিথি পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমান পিপিএম (বার)।
![]() |
| জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা |
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অসীম চন্দ্র বণিক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন) শানজিদা শাহনাজ, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার, মো. উজ্জ্বল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

Join the conversation